পঞ্চগড়ে সচল হলো তৃতীয় চা নিলাম বাজার

নিলামের জন্য রাখা বিভিন্ন ধরনের চা
এখন জনপদে
অর্থনীতি
1

পঞ্চগড়ে পুনরায় সচল হয়েছে দেশের তৃতীয় চা নিলাম বাজার। তিনটি নিলাম বন্ধ থাকলেও ষষ্ঠ নিলাম থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকাল থেকে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ষষ্ঠ নিলামের কার্যক্রম শুরু হয়। এতে খুশি কারখানা মালিক ও ব্যবসায়ীরা।

নিলামে বিডারদের অংশগ্রহণও ছিল প্রাণবন্ত। চাহিদার চেয়ে বেশি দরে বিক্রি হয়েছে চা। সর্বোচ্চ দর উঠেছে কেজি প্রতি ২৩০ টাকা পর্যন্ত। গ্রিন ভ্যালি ব্রোকার হাউজ ৩৪ হাজার ৬৬০ কেজি, হিমালয় ব্রোকার হাউজ ১ লাখ ১০ হাজার ২২২ কেজি ও ইন্ডিগো ব্রোকার হাউজ ২ হাজার ৯৯৪ কেজি চা নিলামে তোলে। দীর্ঘদিন বন্ধ থাকার পর নিলাম হওয়ায় বেশিরভাগ চা বিক্রি হয়েছে বলে দাবি নিলাম সংশ্লিষ্টদের।

জানা যায়, পঞ্চগড় তৃতীয় চা নিলাম বাজারের এবারের প্রথম নিলাম অনুষ্ঠিত হয় গেলো ৬ মে। দ্বিতীয় নিলাম ছিল ২০ মে। তারপর সক্রিয় দুটি ব্রোকার হাউজের অনিয়মের তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করায় বন্ধ হয়ে যায় নিলাম বাজারের সব কার্যক্রম।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম নিলাম অনুষ্ঠিত হয়নি এ সংকটের কারণে। পরে চা বোর্ডে শুনানির পর ইন্ডিগো ও হিমালয় ব্রোকার হাউজকে আর্থিক জরিমানা করা হয়। এমনকি পরে আর কখনো এমন ভুল তারা করবে না মর্মে মুচলেকা দেন। এরপর চা বোর্ড তাদের কার্যক্রম চালু করার নির্দেশ দেয়।

এএইচ