জুলাই শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা রেখে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তাদের স্বপ্নের বাংলাদেশ তৈরিতে সরকারের পাশাপাশি জনগণকেও সচেষ্ট থাকতে হবে।’
প্রধান উপদেষ্টাসহ সরকারের কেউ তুষ্টিতে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই আত্মসমালোচনার মাধ্যমে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার কাঠামোগত সংস্কার করে এমন স্থানে পৌঁছাতে চায় যেন নির্বাচিত সরকার এসে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে।’
জুলাই পুনর্জাগরণ উদযাপন অনুষ্ঠানে অংশ নেন জুলাই যোদ্ধারাও। দেশে যেন আর কেউ ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।