চট্টগ্রাম বন্দরের এনসিটি ইর্য়ার্ডে এক দিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর
এখন জনপদে
অর্থনীতি
0

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইর্য়ার্ডে এক দিনে রেকর্ড ৫ হাজার ১৯টি ই ইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল আটটা থেকে আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সকাল আটটা পর্যন্ত এ কন্টেইনার হ্যান্ডলিং হয়। এনসিটি ইয়ার্ড পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১টি ই ইউস ও রপ্তানি কন্টেইনার ২ হাজার ৯১৮টি ই ইউস। গত ৭ জুলাই সাইফ পাওয়ার টেক থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড।

সংস্থাটি জানায়, চলতি মাসের ২৮ দিনে এনসিটিতে সর্বমোট ১ লাখ ৯ হাজার একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে । অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ একক। যা পূর্বের তুলনায় ৪০% এর বেশি। এটি বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে একটি মাইলফলক।

এএইচ