গত বছরের আগস্টে এ টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ৯৬ হাজার। সে হিসেবে গত বছরের আগস্টের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ।
আরও পড়ুন:
গত ৭ জুলাই নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা দায়িত্ব নেয়ার পর থেকে সিডিডিএল-এর দক্ষ ব্যবস্থাপনায় কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিংসহ টার্মিনালের সব কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বলে জানান এনসিটির সিইও। শুধু তাই নয় এ সময় কমেছে জাহাজের গড় অবস্থানকাল।
জাহাজ হ্যান্ডলিংয়ে সক্ষমতা বৃদ্ধির ফলে বহির্নোঙরে ওয়েটিং টাইম কমেছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে বছর শেষে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৩.৭ মিলিয়নে উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দীর্ঘ মেয়াদে ড্রাইডক এনসিটি পরিচালনা করবে কিনা সেটি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত বলে জানান। দক্ষ ব্যবস্থাপনা, যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও যথাযথ রক্ষণাবেক্ষণের ফলে এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান।