শ্রীমঙ্গলে ১৮তম চা নিলাম অনুষ্ঠিত, কমেছে চায়ের বিক্রি

মৌলভীবাজার
শ্রীমঙ্গলের চা বাগান
অর্থনীতি
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে বায়ার উপস্থিত কম থাকায় কমেছে চায়ের বিক্রি।

আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র খান টাওয়ারে চা নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৫টি ব্রেকার্স হাউজ অংশ নেয়। তবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই চা নিলাম শেষ হয়ে যায়। নিলামে বায়ার উপস্থিতি ছিল খুবই নগণ্য। 

১৮তম নিলামে ৫টি ব্রেকার্স হাউজের ১ লাখ ৪৩ হাজার ৮১০ দশমিক ১০ কেজি চা নিলামে উঠে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৬৪৬ টাকা।

আরও পড়ুন:

নিলামে বিটিআরআই চা বাগানের গ্রিন-টি সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা কেজিতে ও নন্দরানী চা বাগানের ব্লাক-টি সর্বোচ্চ ২৪৭ টাকা কেজিতে বিক্রি হয়। বিক্রির পরিমাণ ছিল খুবই কম। 

বায়াররা জানান, সরকারের বেধে দেয়া দামের সঙ্গে চায়ের গুণগত মান ভাল না থাকায় সে চা তারা ক্রয় করে বাজারে বিক্রি করতে পারেন না, তাই চা ক্রয় করছেন না।

১৭তম চা নিলামে ৫টি ব্রেকার্স হাউজের নিলামে ওঠে ১ লাখ ৩৯ হাজার ২৩ দশমিক ৯০ কেজি চা, যেখান থেকে বিক্রি হয়েছে ৪টি ব্রোকার্স হাউজের মাত্র ২৪ হাজার ২৪৯ দশমিক ২০ কেজি চা। গড় মূল্য ছিল ২৩৬ দশমিক ৮১ টাকা।

এসএইচ