লাইসেন্সের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক সম্মতিপত্র কেন্দ্রীয় ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক
দেশে এখন , ব্যাংকপাড়া
অর্থনীতি
2

পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনে সরকারের নেয়া উদ্যোগে নতুন ব্যাংকটির নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। কার্যক্রম শুরু করতে এরইমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ (রোববার, ৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভার্চুয়ালি এ অনুমোদন দেন। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। এর আগে গত বুধবার অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয়।

নতুন ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। খেলাপিতে নুয়ে পড়া এ পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

এএইচ