চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার টন আম কিনতে আগ্রহী চীন

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার টন আম কিনতে আগ্রহী চীন
এখন জনপদে , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন চীন। আজ (শনিবার, ১২ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করেছেন চীনের আমদানিকারক শু ওয়েই। এ সময় আম বাগান দেখে পছন্দ করেন তারা। পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আম গ্রেডিং, শুটিং ও শোধন কেন্দ্রে পরিদর্শন করেছেন।

শিবগঞ্জ পৌর এলাকার আম চাষি আহসান হাবিব বলেন, 'আমার বাগান বিকেলে পরিদর্শন করেছেন চীনের একজন আমদানিকারক। দেখে বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন। কোন মাধ্যমের ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হব।'

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, 'চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন করেছেন চীনা আমদানিকারক। তারা আমাদের কাছে আম কিনতে চাই। এভাবে আম রপ্তানি করতে পারলে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। লাভবান হবো আমরা।'

তিনি আরো বলেন, 'কয়েক বছর ধরে বাংলাদেশের রপ্তানিকারকরা ঢাকার স্থানীয় বাজারে আম কিনে রপ্তানি করে আসছে। এত ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। তাই খেয়াল রাখতে হবে চীনা আমদানিকারকরা যেন সরাসরি চাষিদের কাছে থেকে আম কিনেন।'

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, 'বিকেলে চীনের একজন আমদানিকারক উপজেলার কয়েকটি আম বাগান পরিদর্শন করেছেন। তাদের ভাষ্য চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার টন আম তারা কিনতে চান। আমরা আশাবাদী। তাদের সব ধরনের সহযোগিতা আমরা করবো।'

সেজু