চার দফা দাবিতে হিলি স্থলবন্দরে কুলিদের কর্মবিরতি

বন্ধ পণ্য লোড-আনলোড

দিনাজপুর
কুলি শ্রমিকদের কর্মবিরতি
এখন জনপদে , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

হিলি স্থলবন্দরে ন্যায্য মজুরিসহ চার দফা দাবিতে আমদানিকৃত পণ্য লোড-আনলোড বন্ধ রেখেছে বন্দরের কুলি শ্রমিকরা। আজ (শনিবার, ২১ জুন) সকাল থেকে বন্দরের কুলি শ্রমিক ঐক্য ৩০ গ্রুপ সমন্বয় পরিষদ কমিটির সদস্যরা এ কর্মবিরতি শুরু করে।

কর্মবিরতির কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক থেকে পণ্য খালাস করতে পারছে না আমদানিকারকরা। ফলে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

বন্দরের শ্রমিকরা জানান, তারা চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, সর্দার তিন ভাগের এক ভাগ পাবে, পূর্বে অকারণে বহিষ্কৃত শ্রমিকদের কাজে নিতে হবে, কোনো শ্রমিকদের বাদ দেওয়া যাবে না।

তারা আরো বলেন, বন্দরের শ্রমিকদের লোড আনলোডের জন্য সিএন্ডএফ এজেন্ট প্রতি টন পণ্য খালাসে ২৩ টাকা দেন পানামা কর্তৃপক্ষকে। তবে সেই টাকার মাত্র ১৩ টাকা পান শ্রমিকরা। বাকি টাকা কোথায় যায়, কে পায় এর কোনো হদিস নেই। আমরা চাই আমাদের শ্রমিকের ঘাম ঝরানো টাকা সঠিক ভাবে দেওয়া হোক।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক জাবেদ হোসেন রাসেল বলেন, ‘কুলি শ্রমিকদের কর্মবিরতির কারণে সকাল থেকে বন্দর থেকে পণ্য খালাস করতে পারিনি। এতে আমাদের লোকসান গুণতে হচ্ছে। এ সমস্যার দ্রুত নিরসন চাই।’

এএইচ