তৃতীয় দফা শুল্ক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাণিজ্য উপদেষ্টাসহ প্রতিনিধিদল

শেখ বশিরউদ্দীন
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে প্রতিনিধিদল। শেষ পর্যায়ের আলোচনার জন্য সোমবার (২৮ জুলাই) রাতে ঢাকা ছাড়েন তারা। বাংলাদেশের প্রস্তাব বিবেচনায় ২৯ ও ৩০শে জুলাই বৈঠকের সময় দিয়েছে ইউএস ট্রেড রিপ্রিজেন্টিটিভ কার্যালয়-ইউএসটিআর।

বাংলাদেশসহ ৬০টি দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে গত এপ্রিলে অতিরিক্ত শুল্কারোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। প্রথম দফায় ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হলেও বাংলাদেশের আবেদনে তিন মাস বিরতি দিয়ে ৩৫ শতাংশ শুল্ক বেঁধে দেয় যুক্তরাষ্ট্র।

নতুন এ শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হবার কথা। তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা ও বাণিজ্য ঘাটতি কমাতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে এরইমধ্যে ২৫টি বয়িং কেনার একটি চুক্তিসহ সয়াবিন ও তুলা কেনার আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির তুলনায় বছরে দেশটিতে অন্তত ছয় বিলিয়ন ডলার বেশি পণ্য রপ্তানি করে। তবে লাভজনক এ বাজারটিতে আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হলে চাপে পড়বে তৈরি পোশাকসহ বেশকিছু রপ্তানি খাত।

তবে তৃতীয় দফার এ আলোচনা শেষে ৩১ জুলাইয়ের মধ্যেই শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বাংলাদেশ।

এসএস