শ্রীমঙ্গলে মৌসুমের দ্বিতীয় চা নিলাম অনুষ্ঠিত

মৌলভীবাজার
চা নিলাম
শিল্প-কারখানা
অর্থনীতি
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের দ্বিতীয় চা নিলামে ৫টি ব্রোকার্স হাউজের ১ লাখ ১৩ হাজার ৪৩৩ দশমিক ৬০ কেজি চা নিলামে উঠেছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৭২০ টাকা। বেড়েছে চায়ের গুণগত মান ও দাম।

আজ (বুধবার, ১৪ মে) শ্রীমঙ্গল অস্থায়ী চা নিলাম কেন্দ্র খান টাওয়ারে সকাল ১০টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে চা নিলাম। নিলামে ৫টি ব্রোকার্স হাউজ অংশগ্রহণ করে।

আজকের নিলামে জিএস ব্রোকার্সের ক্লোনেল চা বাগানের ব্লাক টি সর্বোচ্চ ২৭১ টাকা কেজিতে ও সর্বনিম্ন শ্রীমঙ্গল ব্রোকার্স হাউজের বিজয়া বাগানের ব্লাক টি ২১০ টাকায় বিক্রি হয়।

রূপসি বাংলা টি ব্রেকার্সের রিলাক্স হিমালয়ের গ্রিন টি সর্বোচ্চ ১ হাজার টাকা ও সর্বনিম্ন ৭০০ টাকায় বিক্রি হয়।

আজকের নিলামে প্রায় ৫০ হাজার কেজি চা বিক্রি হয়। চায়ের গুণগত মান ভাল থাকায় ন্যাশনাল টি কোম্পানিসহ সব বাগানের চায়ের দাম বেড়েছে।

উল্লেখ্য, প্রথম নিলামে ৫টি ব্রোকার্স হাউজের ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা নিলামে উঠে সেখান থেকে প্রায় ৪০ হাজার কেজি চা বিক্রি হয়। যার গড় মূল্য ছিল ২১৬ দশমিক ৭১ টাকা।

সেজু