নেদারল্যান্ডসের পক্ষে সে দেশের কর বিষয়ক ও কর প্রশাসন সম্পর্কিত মন্ত্রী ভ্যান রিজ এবং বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তিটি প্রায় ৩০ বছর আগে সই হয়। এরইমধ্যে দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত আন্তর্জাতিক রীতি-নীতি ও মডেলেও নানা পরিবর্তন এসেছে।
এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশভুক্ত হওয়ার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পিরিয়ড অতিক্রম করছে। বিভিন্ন দেশের সাথে স্বাক্ষরিত দ্বৈত কর পরিহার সংক্রান্ত চুক্তিগুলোর অসামঞ্জস্যতা দূর করতে এবং বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখতে চুক্তিগুলো সংশোধনের প্রয়াস নেয়া হয়েছে।
সে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে আগের সই করা চুক্তিটি সংশোধন করে নতুন চুক্তি সম্পাদন করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তিতে ৩৩টি আর্টিকেল রয়েছে।
করের আওতা বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেলে যেমন পরিবর্তন আনা হয়েছে, একইসঙ্গে নতুন নতুন ক্ষেত্র থেকে কর আহরণের জন্য কতিপয় নতুন আর্টিকেল সংযোজন করা হয়েছে।