ইয়াও ওয়েন বলেন, ‘চীন এখন বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। চীন সব সময়ই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘চীনে বাংলাদেশের বিডা খোলার চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটি চাইনিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা খুবই জরুরি।’
তিনি বলেন, ‘বাংলাদেশের একটি শক্তিশালী ও দক্ষ শ্রমশক্তি রয়েছে। কীভাবে এ শ্রমশক্তিকে বৈশ্বিকভাবে বিস্তৃত চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত করা যায়, সেটিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।’