সহজ রিটার্ন ফরম চালু হলেও কার্যকারিতা কম

রিটার্ন
পরিষেবা
অর্থনীতি
0

রাজধানীর সেগুনবাগিচায় বেশিরভাগ কর অঞ্চলেই নেই এক পাতার রিটার্ন ফর্ম। বিভিন্ন কর অঞ্চলের কর্মীরা বলছেন, পূর্ণ রিটার্নও সরবরাহ করা হচ্ছে পুরোনো ফর্মে।

বুথ থেকে সহজেই একপাতার ফরম নিতে চাইলেও পাচ্ছেন না নতুন রিটার্নদাতারা। আবার পূর্ণ রিটার্নের নতুন ফর্ম সহজ হলেও সরবরাহ নেই মেলায়। অপরদিকে এ চালান বাধ্যতামূলক থাকলেও না জানায় পুরোনো নিয়মেই পে অর্ডার দিচ্ছেন বেশিরভাগ রিটার্নদাতারা।

সংশ্লিষ্টরা বলছেন, রিটার্ন ফরম বিনামূল্যে সরবরাহ ও সহজ করা এনবিআরের দায়িত্ব। এ চালান বাধ্যতামূলক করা ও ব্যবহারে করদাতাদের আরও সময় দেয়ারও দাবি তাদের।

চলতি অর্থ বছরে এনবিআরের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর লক্ষ্যমাত্রা পূরণে নানা উদ্যোগের কথা বলছে রাজস্ব বোর্ড।

ব্যক্তি করদাতা বাড়াতে বেশ জোর দিচ্ছে এনবিআর। আয়কর আইন বাংলা করার পাশাপাশি অনলাইন ও অফলাইনে চালু করা হয়েছে এক পাতার রিটার্ন ব্যবস্থা। মাসব্যাপী আয়কর মেলায় মিলছে দিকনির্দেশনা। তবে নীতিমালা অনুযায়ী নতুন ফরম সরবরাহ না করতে পারায়, বিপাকে রিটার্নদাতারা। চালান নিয়েও আছে ভোগান্তি।

সেজু