একনেকে ১৭ প্রকল্পের অনুমোদন; ব্যয় ৮ হাজার ৯৭৪ কোটি টাকা

একনেক সভা
পরিষেবা
অর্থনীতি
0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকার ১৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে অংশ নেন।

এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ পাঁচ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়নের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবাসহ দুই প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের অনুমোদন দেয়া হয়।

নৌপরিবহন, আইন, বিচার ও সংসদ বিষয়ক, ডাক ও টেলিযোগাযোগ, শিল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বেশকিছু প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভায় পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত অন্তত ১৫টি প্রকল্প নিয়ে একনেক সদস্যদের অবহিত করেন।

এসএস