নতুন রুটে তৈরি পোশাক, অ্যাক্সেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল খাতের কাঁচামালসহ রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছ ও অন্যান্য সামগ্রী পরিবহন করা হবে।
একই দিনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনস্থ এভিয়েশন সিকিউরিটির জন্য আনুষ্ঠানিকভাবে নতুন ইউনিফর্ম উদ্বোধন করেছেন বেবিচক চেয়ারম্যান। নতুন এ ইউনিফর্ম আধুনিক নিরাপত্তা চাহিদা ও পেশাদারিত্বের ছাপ বজায় রেখে ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়।
এসময় বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পোশাকেও সেই গুরুত্ব ও গৌরবের প্রতিফলন থাকা প্রয়োজন।’
নতুন ইউনিফর্ম এভসেকের মধ্যে আরও পেশাদারিত্ব, ঐক্যবদ্ধতা এবং আত্মমর্যাদা জাগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।