নতুন সেবাগুলো হলো ভূমি ক্রয় দলিল, ইজারা চুক্তিনামা দলিল, বায়না দলিল, ভূমি সংক্রান্ত আম মোক্তারনামা নিবন্ধন এবং নিবন্ধিত দলিলের নকল সংগ্রহ।
আরও পড়ুন:
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, এ উদ্যোগে বিদেশি ব্যবসায়ীদের থেকে বেশি দেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপকৃত হবেন। তবে তার মতে, ম্যানুয়াল সেবা চালু থাকা পর্যন্ত উদ্যোক্তারা নতুন আপডেট সিস্টেমে পুরোপুরি আগ্রহী হবেন না। তাই সরকারি সব ম্যানুয়াল সেবা দ্রুত বন্ধ করা প্রয়োজন।
তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরের পর ব্যবসায়ীদের ভূমি নিবন্ধন ম্যানুয়াল সিস্টেমের মাধ্যমে আর করা যাবে না।’
সেই সঙ্গে তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া শিল্পকেন্দ্রীকরণের ধারণার সঙ্গে তিনি একমত হলেও, ১০০টি অর্থনৈতিক অঞ্চলের বাইরেও শিল্প স্থাপনের সুযোগ থাকা উচিত।