সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের অর্থনৈতিক ভিত্তি সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর ব্যবস্থা ও অন্যান্য সেবা যেন ভোগান্তিমুক্ত হয়, সে লক্ষ্যেই সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট কাজ করছে। এ প্রকল্প কার্যকর হলে ব্যবসায়ীরা আরও সহজে কর পরিশোধ ও সেবা গ্রহণ করতে পারবে।’
আরও পড়ুন:
একই আয়োজনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমে যুক্ত হওয়া ৯১তম দেশ। তার মতে, এ ডিজিটালাইজেশন কেবল আমদানি-রপ্তানি কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করবে না বরং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।
বাণিজ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, নতুন এ উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।





