‘বেসরকারি ব্যবসার উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়’

ড. সালেহউদ্দিন আহমেদ
পরিষেবা
অর্থনীতি
0

বেসরকারি ব্যবসার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো প্রজেক্টের অর্ধকোটি সিএলপি উদযাপন ও করদাতাদের হাতে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের অর্থনৈতিক ভিত্তি সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর ব্যবস্থা ও অন্যান্য সেবা যেন ভোগান্তিমুক্ত হয়, সে লক্ষ্যেই সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট কাজ করছে। এ প্রকল্প কার্যকর হলে ব্যবসায়ীরা আরও সহজে কর পরিশোধ ও সেবা গ্রহণ করতে পারবে।’

আরও পড়ুন:

একই আয়োজনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমে যুক্ত হওয়া ৯১তম দেশ। তার মতে, এ ডিজিটালাইজেশন কেবল আমদানি-রপ্তানি কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করবে না বরং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

বাণিজ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, নতুন এ উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।

এসএস