এলপিজির দাম বাড়লো

এলপিজি গ্যাসের বোতল
পরিষেবা
অর্থনীতি
1

চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) দাম আরও বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (রোববার, ৪ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

১২ কেজি সিলিন্ডারের নতুন দাম (New price of 12kg LPG cylinder)

বিইআরসি চেয়ারম্যান জানান, ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অটোগ্যাসের দামও ঊর্ধ্বমুখী (Autogas price hike)

এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ টাকা ৮০ পয়সা। এর আগে গত ডিসেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজা ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম তখন ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

বাজার পরিস্থিতি ও সরবরাহ সংকট (Market situation and supply crisis)

সরকার নির্ধারিত দাম ১,৩০৬ টাকা হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি ভিন্ন। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে এলপিজির তীব্র সংকট (LPG supply crunch) দেখা দিয়েছে। ঢাকার খুচরা বাজারে অনেক ক্ষেত্রে ১,৫০০ থেকে ২,০০০ টাকায় সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (Saudi Aramco CP) এবং আমদানিতে জাহাজ সংকটের কারণে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিইআরসি কর্মকর্তারা।

একনজরে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্যতালিকা (জানুয়ারি ২০২৬)

নতুন বছরে আরও বাড়ল এলপিজির দাম: ১২ কেজি সিলিন্ডারে বাড়ল ৫৩ টাকা।

বিষয়ের বিবরণ (Item Description)ডিসেম্বর মাসের দাম (Old Price)জানুয়ারি মাসের নতুন দাম (New Price)পার্থক্যের পরিমাণ (Difference)
১২ কেজি এলপিজি সিলিন্ডার (12kg LPG Cylinder)১,২৫৩ টাকা১,৩০৬ টাকা৫৩ টাকা (বৃদ্ধি)
লিটার প্রতি অটোগ্যাস (Autogas Per Litre)৫৭.৩২ টাকা৫৯.৮০ টাকা২.৪৮ টাকা (বৃদ্ধি)
কার্যকর হওয়ার সময় (Effective Time)-৪ জানুয়ারি সন্ধ্যা থেকে-
নির্ধারক সংস্থা (Authority)BERCবিইআরসি (BERC)-

এএইচ