ঢাকা বোর্ডে পাসের হার ৭৫.১৪ শতাংশ, রাজশাহীতে ৮৬.৫২ ও যশোরে ৮৫.০২ শতাংশ হলেও ময়মনসিংহে মাত্র ৬৪.২৭ শতাংশ। বরিশাল বোর্ডে এ হার ৬৪.৬২ শতাংশ, দিনাজপুরে ৭১.৩৫ ও কুমিল্লায় ৭২.০১ শতাংশ। সিলেট ও চট্টগ্রামে যথাক্রমে ৮৩.১৭ ও ৮১.৫৩ শতাংশ শিক্ষার্থী গণিতে পাস করেছে। কারিগরি বোর্ডে এ হার সবচেয়ে বেশি, ৮৮.৭২ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের গাণিতিক দুর্বলতা, অনুশীলনের অভাব, মানসম্পন্ন শিক্ষক ও পাঠদানের ঘাটতি, গাইড নির্ভরতা এবং পদ্ধতিগত শিক্ষা-ব্যবস্থার ত্রুটি এই খারাপ ফলের পেছনে প্রধান কারণ। তাদের ভাষ্য, শুধু বই মুখস্থ করে নয়, হাতে-কলমে গণিত শেখাতে হবে। না হলে পরিস্থিতির উন্নতি হবে না।