বিবৃতিতে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর সোমবার থেকে ১০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে ৩০ আগস্ট অন্য এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করলে ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে ৩ দিন বন্ধ ঘোষণার দাবি জানায়। তাদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত এসেছে।