ডাকসুর ৫ নির্বাচিত প্রতিনিধি ঢাবি সিনেট সদস্য মনোনীত

ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সভা
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচিত পাঁচ প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তারা হলেন— ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না। শিগগিরই এ সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে।

আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী প্রথম সভায় পারস্পরিক পরিচিতি বিনিময়ও অনুষ্ঠিত হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচিত নেতারা প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করবেন। জিএস এস এম ফরহাদ বলেন, ‘যে যে মতেরই হোক না কেন, আজ থেকে আমরা সবার প্রতিনিধি।’

ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা নেতা নই, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। নির্বাচনের আগে যেমন ডোর টু ডোর গিয়েছি, এখনো শিক্ষার্থীদের কাছে সেভাবেই যাবো। এখানে হার বলতে কিছু নেই, বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীই জিতেছে।’

এনএইচ