সরকারি মেডিকেলে আসন কমিয়ে পুনর্বিন্যাস, কোন কলেজে কত

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা
স্বাস্থ্য
শিক্ষা
0

দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজের আসন সংখ্যা পুনর্বিন্যাস করেছে সরকার। ১৪টি মেডিকেলে আসন কমেছে, আর তিনটিতে বাড়ানো হয়েছে। এতে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন কমেছে ২৮০টি।

গতকাল (সোমবার, ১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে পাঠানো চিঠিতে আসন কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়। পরে এর আলোকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর।

আসন পুনর্বিন্যাসের চিঠির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। এবার ১৪টি মেডিকেল কলেজে ৩৫৫টি আসন কমানো হয়েছে। আর তিনটি মেডিকেল কলেজে ৭৫টি আসন বাড়ানো হয়েছে। এতে বর্তমানে মেডিকেল ভর্তিতে আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি।

যেসব মেডিকেল কলেজে আসন কমলো

ঢাকা মেডিকেল কলেজে ২৫০টি আসন ছিল। তা কমিয়ে এখন ২২৫টি করা হয়েছে। ফলে এ মেডিকেল কলেজে ২৫টি আসন কমেছে। একইভাবে ২৫টি করে আসন কমিয়ে ২২৫টিতে নামিয়ে আনা হয়েছে আরও ৭টি মেডিকেলে। সেগুলো হলো— চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, এম এ জি ওসমানী, শের-ই-বাংলা, স্যার সলিমুল্লাহ ও রংপুর মেডিকেল কলেজে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিঠি |ছবি: সংগৃহীত

এছাড়া শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঁচটি আসন কমিয়ে ২২৫টি করা হয়েছে। আগে এ মেডিকেল কলেজে ২৩০টি আসন ছিল। হবিগঞ্জ মেডিকেল কলেজে আসন কমেছে ৫০টি। এ মেডিকেল কলেজে আসন ছিল ১০০টি। কমানোর ফলে এখন আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫০টিতে।

আরও পড়ুন:

আর তুলনামূলক নতুন চারটি মেডিকেল কলেজ থেকে ২৫টি করে আসন কমিয়ে ৫০টিতে নামিয়ে আনা হয়েছে। সেগুলো হলো- নেত্রকোনা, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজ। এসব কলেজে আগে ৭৫টি করে আসন ছিল। ২৫টি করে কমানোয় এখন ভর্তির সুযোগ পাবেন ৫০ জন করে শিক্ষার্থী।

তিন মেডিকেল কলেজে আসন বেড়েছে

আসন বাড়ানো হয়েছে তিনটি মেডিকেল কলেজে। এর সবগুলোতে ২৫টি করে বাড়িয়েছে সরকার। গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ২৫টি আসন বাড়িয়ে ১২৫টি করা হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজেও একইভাবে ২৫টি আসন বাড়িয়ে ১২৫টি করেছে সরকার। আর পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি আসন বাড়িয়ে ১০০টি করা হয়েছে। আগে পটুয়াখালী মেডিকেলে ৭৫টি আসন ছিল।

এসএস