ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: আব্বাস আরাঘচি

আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

ইরান সংঘাত চায় না, তবে যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি বার্তা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (সোমবার, ১২ জানুয়ারি) এমন হুঁশিয়ারি বার্তা দেন তিনি। প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর প্রকাশ করে।

এএফপি জানায়, ‘বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেয়ার পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের জেরে আরাঘচি এমন হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন:

তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।

তিনি আরও বলেন, ‘আমরা আলোচনার জন্যও প্রস্তুত। তবে সেই আলোচনা হতে হবে ন্যায্য, সমান অধিকার ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

এসএইচ