,একনজরে এমআইএসটি ভর্তি ২০২৫-২৬
বিষয় (Topic) তথ্য (Details) ফল প্রকাশের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬ প্রোগ্রাম আন্ডারগ্রাজুয়েট (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার) অফিসিয়াল ওয়েবসাইট mist.ac.bd পরবর্তী ধাপ মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা
আরও পড়ুন:
ফলাফল দেখার নিয়ম (How to Check MIST Result)
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমআইএসটি-এর অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে তাদের রোল নম্বর ইনপুট দিয়ে ফলাফল দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিডিএফ (PDF) আকারেও ডাউনলোড করা যাচ্ছে।
- ফল দেখতে ভিজিট করুন: mist.ac.bd
পরবর্তী কার্যক্রম (Next Steps for Admission)
উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মৌখিক পরীক্ষা (Viva Voce) এবং স্বাস্থ্য পরীক্ষার (Medical Test) তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনাও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
এমআইএসটি (MIST) আসন সংখ্যা ও বিভাগসমূহ (Seat Capacity)
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সাধারণত সিভিল এবং মিলিটারি—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। মোট আসন সংখ্যা প্রায় ৫৭০-৬০০টি। প্রধান বিভাগগুলোর সম্ভাব্য আসন সংখ্যা নিচে দেওয়া হলো:
বিভাগের নাম (Department) আসন সংখ্যা (Seats) সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) ৬০ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ৬০ "ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (EECE)" ৬০ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) ৬০ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (AE) ৫০ নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (NAME) ৪০ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (BME) ৪০ নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (NSE) ৪০ আর্কিটেকচার (Arch) ৪০ "এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্স অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং (EWCE)" ৪০
আরও পড়ুন:
ওয়েটিং লিস্ট থেকে ভর্তির নিয়ম (Waiting List Admission Rules)
এমআইএসটি-তে মেধা তালিকা (Merit List) প্রকাশের পর আসন খালি থাকা সাপেক্ষে ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ডাকা হয়। এর নিয়মগুলো হলো:
১. ধাপে ধাপে ভর্তি (Admission in Phases): প্রথমে মেধা তালিকায় থাকা প্রার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়। এরপর যে আসনগুলো খালি থাকে, সেগুলো পূরণের জন্য ২য় বা ৩য় মেধা তালিকা (Waiting List) প্রকাশ করা হয়।
২. বিভাগ পছন্দ (Department Choice): ওয়েটিং লিস্ট থেকে ভর্তির সময় প্রার্থীর মেধা নম্বর এবং ওই সময়ে কোন বিভাগে সিট খালি আছে তার ওপর ভিত্তি করে বিভাগ বরাদ্দ দেওয়া হয়।
৩. মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা (Viva & Medical): মেধা তালিকার মতো ওয়েটিং লিস্টের প্রার্থীদেরও অবশ্যই নির্ধারিত তারিখে মৌখিক এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
৪. অটো-মাইগ্রেশন (Auto-Migration): ভর্তির পর কোনো উপরের সারির বিভাগে আসন খালি হলে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী অটো-মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয় (যদি প্রার্থী তা চালু রাখে)।
আরও পড়ুন:





