ইসলামী ছাত্র আন্দোলন ঢাবি শাখার নতুন দায়িত্বে আবু বকর-সাইফ মুহাম্মাদ

ক্যাম্পাস
শিক্ষা
0

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাঈফ মুহাম্মাদ আলাউদ্দীন এর সঞ্চালনায় ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ মার্চ) এ অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

আবু বকর সিদ্দিককে সভাপতি, মুহাম্মাদ আলীকে সহ-সভাপতি ও সাইফ মুহাম্মাদ আলাউদ্দীনকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়।

এসএস