ভিসি অপসারণ: খুশিতে ববি ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উল্লাস-মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড.গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুন অর রশীদকে অপসারণ করা হয়েছে। একইসাথে অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে। এই খবরে উল্লাসে মেতে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন ভিসির মাধ্যমে একটি শিক্ষার্থীরবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা সকলের।

শিক্ষার্থীদের বাধ ভাঙা আনন্দ বিজয়ের। আজ (মঙ্গলবার, ১৩ মে) রাতে শিক্ষামন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়। সাথে সাথে উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। নেচে গেয়ে বিজয় উল্লাস করে শিক্ষার্থীরা। বিজয় মিছিল নিয়ে প্রদক্ষিণ করে পুরো ক্যাম্পাস।

প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগে নতুন অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে নিয়োগ দেয়া হয়েছে৷ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদকে অপসারণ করা হয়েছে।

এ খবরে আনন্দে মাতে পুরো ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা। জানান, দীর্ঘ দিন আন্দোলনের পর এ বিজয় তারা অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামগত উন্নয়নসহ অন্যান্যদের সমস্যার দাবি নিয়ে যে আন্দোলনে নেমেছিলেন নতুন ভিসি সেই সমস্যা সমাধান করে একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের।

ভিসির অপসরণের খবরে খুশি আন্দোলনরত শিক্ষকরাও। জানিয়েছেন, শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক ছিল। তবে নতুন ভিসিকে তার কার্যক্রম পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শিক্ষকরা। একইসাথে বৈষম্য দূর করে সকলের সাথে মিলেমিশে বরিশাল বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজাবেন নতুন গেছি এমন প্রত্যাশা করেন শিক্ষকরা।

গত একমাস যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করে। সবশেষ গতকাল (সোমবার, ১২ মে) রাত ১১টায় অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে আজ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসএস