আজ (শনিবার, ৩১ মে) বিকেলে রাজধানীর শাহবাগে ঢাকা মহানগর উত্তর শাখা শিবিরের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে যোগ দিয়ে এসএম ফরহাদ বলেন, ‘যারা বিগত আমলে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করছে তাদের ফাঁদে পা দিয়েছে ছাত্রদল।’
এসময় বিভিন্ন অপকর্ম সাথে যেসব ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত তাদেরকে বহিষ্কারের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখার সভাপতি।
মানববন্ধনে অংশ নিয়ে অন্যান্য বক্তারা বলেন, ‘ছাত্রদল ও বাম সংগঠন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধুলিস্যাৎ করছে।’
ছাত্রদল যদি ছাত্রলীগের ভূমিকায় আসে তাহলে তাদেরকেও ছাত্রজনতা রুখে দিবে বলেও মন্তব্য করেন বক্তারা। একইসঙ্গে ক্যাম্পাসে আর কেউ যদি আধিপত্যবাদ, দখলদারের ভূমিকায় আসে তা ছাত্রশিবির রুখে দিবে বলে হুঁশিয়ারিও দেন তারা।
ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের এই মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রশিবিরের কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।