শিক্ষার্থীদের নতুন আবাসিক হলসহ ৫ দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানও প্রত্যাখ্যান করেছে তারা।
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ করে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আজ (রোববার, ২২ জুন) দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা থাকলেও সরেজমিনে দেখা যায় কেউ হল ছেড়ে যাননি।
শিক্ষার্থীদের অনড় অবস্থানের মুখে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আলোচনায় বসে শিক্ষার্থীদের সঙ্গে। দেড় ঘণ্টা আলোচনা শেষে শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, তাদের আশা পূরণ হয়নি।
এসময় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক নিয়ে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রয়োজনে আমরা মন্ত্রণালয়ে কথা বলবো এ বিষয়টি নিয়ে।
নবীন শিক্ষার্থীসহ ৭৫৫টির বিপরীতে ৭৬৬ সিটের ব্যবস্থা করেছে বলেও জানায় কলেজ কর্তৃপক্ষ।