‘ঢাবি বৈষম্যহীনভাবে সবাইকে নিয়ে চলতে চায়’

ঢাবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান
ক্যাম্পাস
শিক্ষা
0

জুলাই আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বেড়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্যহীনভাবে সবাইকে নিয়ে চলতে চায় বলেও জানান তিনি।

আজ (মঙ্গলবার, ১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে ভিসি চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য রেলি। এতে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। র‌্যালিটি শেষ হয় টিএসসিতে।

পরে পরিবেশিত হয় জাতীয় সংগীত, উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

এসএস