ডাকসু নির্বাচন: নারী শিক্ষার্থীদের সুবিধার্থে ভোটকেন্দ্র বাড়ানোর পরিকল্পনা

ডাকসু ভবন; চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

আজ (রোববার, ১৭ আগস্ট) ষষ্ঠ দিনের মতো ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন:

এ পর্যন্ত ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০ জনের বেশি প্রার্থী। এছাড়া ১৮টি হলেও বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ফরম জমাও দিচ্ছেন অনেক প্রার্থী। 

আগামীকাল (সোমবার, ১৮ আগস্ট) শেষ হচ্ছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা। এরপর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোটগ্রহণ।

এসএইচ