আজ (সোমবার, ১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের পর আবিদুল ইসলাম খান বলেন, ‘সংগঠনের নির্দেশনা অনুযায়ী ফরম সংগ্রহ করেছি। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে শিগগিরই ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল দেখা যাবে। এখনও আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হয়নি। ঘোষণা হলে জানা যাবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে যা যা দরকার, ছাত্রদলের প্যানেল নির্বাচিত হলে তাই করবে। জীবনের সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই আদর্শ ধারণ করেই আমি ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।’
আবিদুল ইসলাম খান চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তাদের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে। আমরা সকল প্রতিকূলতা অতিক্রম করে আজকের জায়গায় দাঁড়িয়েছি। মনোনয়ন নেয়ার পরও আমরা কর্মী হিসেবেই কাজ করছি। শিগগিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা হবে।’
এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আরও পড়ুন
এদিকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের নাম শোনা গেলেও এখনও তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেননি।
এছাড়া এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের নাম শোনা যাচ্ছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় আজ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।