ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোটবদ্ধভাবে প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শামসুন্নাহার হলের ভিপি হিসেবে দায়িত্ব পালন করা শেখ ইতি আফরোজ ইমি। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু।
সেপ্টেম্বরের ৯ তারিখ হতে যাওয়া ডাকসু নির্বাচনের জন্য ১৯ অগাস্ট মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এরপর ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।