ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্রার্থী ফরম তুলতে গেলে বাধা দেয়ার অভিযোগ

ছাত্রদলের সংবাদ সম্মেলন
ক্যাম্পাস
শিক্ষা
1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী বিকেল ৪টায় ফরম তুলতে গেলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল।

আজ (সোমবার, ১৮ আগস্ট) সন্ধ্যায় মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও ভুক্তভোগী শিক্ষার্থী।

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ডাকসু কেন্দ্রিক নির্বাচনী সব কাজে ইতিবাচকভাবে সাড়া দিয়ে আসছে ছাত্রদল। কিন্তু প্রশাসন আমাদের কথার গুরুত্ব না দেয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।’

ডাকসু নির্বাচনে শেষ পর্যন্ত থাকার কথাও জানান তিনি।

ডাকসুতে ছাত্রদলের জনপ্রিয়তাকে ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নাহিদুজ্জামান শিপন বলেন, ‘যারা মব সৃষ্টি করে ফরম সংগ্রহ করতে বাধা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

এসএস