জাকসু নির্বাচন: মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন আজ

জাকসু ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন আজ। এদিন সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪ জন আর জমা দিয়েছে ১ জন। এর আগে গেল দুই দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৮৭ জন ও হল সংসদের জন্য ২৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর জমা দেন ৪ জন।

আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, আর জমা দেয়া যাবে বিকেল ৪টা পর্যন্ত। তবে এরপর আর কোন মনোনয়ন ফরম জমা নেয়া হবে না বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে আজ হল সংসদে ১৩ পদের বিপরীতে ফরম সংগ্রহ করেছেন ৩০ জন এবং জমা দিয়েছেন ৯ জন শিক্ষার্থী। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে তৎপর ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বাম সংগঠনগুলো। স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়বেন অনেকে। এরইমধ্যে প্যানেল গোছাতে শুরু করেছেন সংশ্লিষ্ট সংগঠন ও প্রার্থীরা।

আরও পড়ুন:

এর আগে, ১৮ ও ১৯ আগস্ট মনোনয়ন ফরম উত্তোলন ও জমার সময় নির্ধারণ করে জাবি প্রশাসন। তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়া ও মনোনয়ন সংগ্রহে প্রস্তুতির জন্য ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সময় বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। নির্বাচনে সেনা মোতায়েনে সেনাবাহিনী প্রধানকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, ৩৩ বছরের অচলায়তন ভেঙে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সব প্রক্রিয়া শেষে আগামী ১১ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাকসুতে মোট ২৫টি এবং হল সংসদে ১৩ পদে নির্বাচন হবে। গত সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইএ