আজ ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা
ক্যাম্পাস
শিক্ষা
0

ডাকসু নির্বাচনে এরইমধ্যে ছাত্রদল, ছাত্রশিবিরসহ কয়েকটি ছাত্র সংগঠন তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করায় ক্যাম্পাসে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। আজ (বুধবার, ২১ আগস্ট) বিকেলে প্যানেল ঘোষণা করতে পারেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা উমামা ফাতেমা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে ডাকসু নির্বাচনের জন্য বিভিন্ন বিভাগ থেকে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এ প্যানেল ঘোষণা করতে পারেন তিনি। উমামা ফাতেমার নেতৃত্বাধীন ডাকসু প্যানেলের নাম হতে পারে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল।

এরইমধ্যে ডাকসু নির্বাচনের জন্য ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে শেখ তানবীর বারীসহ ২৭ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এ ছাড়াও গতকাল প্যানেল ঘোষণা করেছে আরও কয়েকটি ছাত্র সংগঠন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি পদে আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুদদার, ছাত্রশিবিরের ভিপি পদে আবু সাদিক কায়েম এবং জিএস এর জন্য এস এম ফরহাদ এবং প্রতিরোধ পর্ষদের ভিপি পদে শেখ তাসনিম আফরোজ এবং জিএস পদে মেঘমল্লার বসু নির্বাচন করছেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এবার ২৮টি পদের জন্য জমা পড়েছে ৫০৯টি ফরম। নির্বাচনের জন্য প্রার্থী দুই হাজারের বেশি। ডাকসু ভোটার প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী। ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট বিকেল ৪টার মধ্যে। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ আগস্ট বেলা ১২টা।

ইএ