তিন দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
ক্যাম্পাস
শিক্ষা
0

নূন্যতম বিএসসি ডিগ্রি না থাকলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে আগামী তিন দিন সকল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। কর্মসূচির প্রথম ধাপে আগামী রোববার (২৪ আগস্ট) থেকে (২৬ আগস্ট) পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন তারা। দাবি মেনে নেয়া না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে জানান শিক্ষার্থীরা।

শনিবার (২৩ আগস্ট) রাত ১১টা নাগাদ বুয়েটের ৩ শতাধিক শিক্ষার্থী বুয়েটের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে। বকশীবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা হয়ে মিছিল যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত। পরে শাহবাগে এসে মিছিল শেষ হয়। সেখানে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে চাকরি মেনে নেবেন না তারা। দশম গ্রেডে ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমাধারীদের কোটা বাতিলের দাবিও ওঠে সেখানে। এসময় বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যেন ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করতে না পারে সেই দাবিও তোলেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ডিপ্লোমাধারীরা কোনও প্রকার বিসিএস পরীক্ষা না দিয়েই এবং যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার নূন্যতম যোগ্যতা ‘স্নাতক’ নেই, তারাও শুধু পদোন্নতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন। গণপূর্ত, সড়ক ও জনপথ, রেলওয়ে, কারিগরি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরগুলোতে দশম গ্রেডের নন-ক্যাডার পোস্টে প্রবেশ করে ৫ বছর পর তারা বিসিএস ক্যাডার হয়ে যান।

বিবৃতিতে বলা হয়, নবম গ্রেড সহকারী প্রকৌশলী নিয়োগের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার চেয়ে জব সার্কুলার দেওয়া হলে, ডিপ্লোমাধারীরা রিট বা মামলা করে তা বন্ধ করে দেয়, যার ফলে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ আটকে যায় এবং প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বে প্রমোশন দিতে বাধ্য হয়।

ইএ