জাকসু ও হল সংসদ নির্বাচনে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি শেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য ১৫ জনের আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এ শুনানির মধ্য দিয়ে বাদ পড়া প্রার্থীদের আপিলের নিষ্পত্তি করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে আজ বিকেল ৪টায় বিস্তারিত জানাবে নির্বাচন কমিশন।

আজ (বুধবার, ২৭ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিকেল ৪টায় আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

এর আগে সোমবার দুপুরে জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে ২৫৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়, আর ২০ জনের মনোনয়ন পত্র ত্রুটিপূর্ণ হিসেবে বাতিল হয়।

বাদ পড়া প্রার্থীরা বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরিয়ে নেয়ার জন্য আবেদন করলে আজ আপিল শুনানি সম্পন্ন হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার ও ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচার কার্যক্রম শুরু হবে।

নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন।

এএইচ