এরইমধ্যে প্রস্তুত হয়েছে খসড়া ভোটার তালিকা। সে অনুযায়ী মোট ভোটার রয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। দ্রুতই চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও আনুষঙ্গিক কাজ শেষ করে আনতে চায় প্রশাসন। আনুমানিক অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে প্রশাসন।
আরও পড়ুন:
এ নিয়ে শিক্ষার্থীদের মাঝেও উচ্ছ্বাস বিরাজ করছে। অধিকার আদায়ের প্লাটফরম চাকসুর নির্বাচনকে ঘিরে চলছে নানা আলোচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে প্রথম নির্বাচন হয়। এরপর সবশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। এ সময়ের মধ্যে মাত্র চারবার হয়েছে নির্বাচন।