ডাকসু নির্বাচন: চলছে ষষ্ঠ দিনের প্রচারণা, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি
ক্যাম্পাস
শিক্ষা
0

জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ষষ্ঠ দিনের মতো প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন কোনো কোনো প্রার্থী।

সপ্তাহিক ছুটির পর আজ (রোববার, ৩১ আগস্ট) সকালে ক্লাস কার্যক্রম শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয় ক্যাম্পাস।

আরও পড়ুন:

তাই বিভিন্ন অনুষদের প্রবেশ মুখে লিফলেট বিলি করেন প্রার্থীরা। এসময় প্রার্থীরা ক্যাম্পাস নিয়ে তাদের ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

ছাত্র সংগঠনগুলোর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন প্রচারণায়। তবে ডাকসু নির্বাচন ঘিরে টাকার ছড়াছড়ি হলেও প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন কয়েকজন সতন্ত্র প্রার্থী।

এসএইচ