ছাত্রীকে ধাক্কা দেয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকালেন জাবি শিক্ষার্থীরা

রাজধানী পরিবহনের বাস আটক করেছে শিক্ষার্থীরা
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। গতকাল (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, লোকপ্রশাসন বিভাগের ওই ছাত্রী টিউশনি শেষে বাসে ওঠার সময় চালকের সহকারীর ধাক্কায় নিচে পড়ে গিয়ে পায়ে আঘাত পান। পরে তিনি চিকিৎসা নেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে।

ভুক্তভোগী ছাত্রী জানান, চলন্ত অবস্থায় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় তিনি আহত হয়েছেন। তিনি এর সুষ্ঠু বিচার চান।

আরও পড়ুন:

ভুক্তভোগীর শিক্ষার্থীর সহপাঠীরা জানান, দায়ী সহকারীকে শাস্তি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে যেন ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে আর এ ধরনের ঘটনা না ঘটে।

এ ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ইএ