ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার দশম দিনে সরব প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার ১০ম দিনে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

শেষ মুহূর্তের প্রচারণায় আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে লিফলেট বিতরণ করতে দেখা যায় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন স্থানে প্রচারণা করেন প্রার্থীরা।

এ সময় নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, খাবারের মান উন্নত করাসহ নানা প্রতিশ্রুতি দেন তারা। অন্যদিকে যাচাই-বাছাই করে প্রার্থীদের ভোট দেয়ার কথা জানান সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী শিক্ষার্থী ও প্রার্থীরা।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশে বলেছেন, ডাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টের দেয়া আদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। নির্বাচনে এস এম ফরহাদের অংশগ্রহণে কোনো বাধা নেই।

আরও পড়ুন:

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে এরইমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোেআলাদা আলাদা প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার এ নির্বাচনে ১০টির মতো প্যানেল দেয়া হয়েছে।

সেজু