শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বাড়াতে জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছিলেন।
এ দাবিতে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। কিন্তু কর্তৃপক্ষের টনক না নড়ায় তারা অনশন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
এ বিষয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, অভিভাবক হিসেবে তিনি রাতে শিক্ষার্থীদের পাশে ছিলেন।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছে তা যৌক্তিক। এরইমধ্যে পরিবহন সংকট নিরসনের জন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ চলছে।’