বাকৃবি সংকট: শিক্ষার্থীদের সঙ্গে দ্বতীয় দফার আলোচনা চলছে

বাকৃবি প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠক
ক্যাম্পাস
শিক্ষা
1

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিতীয় দফার আলোচনা চলছে। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের তৃতীয় তলায় শুরু হওয়া আলোচনা এখনও চলমান রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রথম দফায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হলেও পরে উভয় পক্ষের টানাপোড়েনে কয়েক দফার আলোচনা প্রস্তাব ভেস্তে যায়।

তাই চলমান সংকট নিরসনে আজ আবারও দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন:

শিক্ষার্থীরা জানায়, ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে হলত্যাগের ঘোষণা প্রত্যাহার, তদন্ত করে হামলাকারীদের বিচার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়াসহ কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে আলোচনা চালিয়ে যাবেন তারা।

উল্লেখ্য, ৩১ আগষ্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, দেয়া হয় হল ত্যাগের নির্দেশনা।

এসএইচ