আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের তৃতীয় তলার সভাকক্ষে আলোচনায় বসে বাকৃবি প্রশাসন ও শিক্ষার্থীরা।
২ ঘণ্টাব্যাপী সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে দেয়া প্রস্তাবের বিষয়ে কোনো কিছু না বললেও আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শহীদুল হক।
আরও পড়ুন:
অন্যদিকে শিক্ষার্থীরা দাবি করেন, তারা তাদের প্রস্তুাবিত ৬ দফার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আশ্বস্ত হতে পারেনি। তাই সংকট নিরসনে আলাপ-আলোচনা আরও চালিয়ে যাওয়ার কথা বলেন তারা।
এদিকে ৩১ আগষ্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাকৃবি প্রশাসন, নির্দেশ দেয়া হয় হল ত্যাগের।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রথম দফায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হলেও পরে তা উভয় পক্ষের টানাপোড়েনে কয়েক দফা আলোচনা প্রস্তাব ভেস্তে যায়। তাই চলমান সংকট নিরসনে আজ আবারও দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিল শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।