এর আগে ৩০ ও ৩১ আগস্ট স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে দুইদিন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও গত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল পরীক্ষাও।
আরও পড়ুন:
গেলো বুধবার থেকে ক্লাস শুরুর কথা বলা হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো একেবারেই কম। ফলে বেশিরভাগ বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি। পরে আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) থেকে ক্লাস পরীক্ষা স্বাভাবিক নিয়মে পরিচালনার উদ্যোগ নিতে উদ্যোগ নেয় প্রশাসন। আজ সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। বুধবারের তুলনায় আজ উপস্থিতি কিছুটা বেশি।
শত শত শিক্ষার্থী আহত হওয়ার পর ক্লাস চালু নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষা কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে সেটি নিয়ে সর্বোচ্চ আন্তরিক প্রশাসন। উল্লেখ্য, গেলো ৩০ ও ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইটে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা।