আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা।
তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন সব করা হয়েছে।’
ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটারদের চেক করে কেন্দ্র ঢোকানো হবে। ভোট দেয়ার পদ্ধতিও শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হয়েছে।’
আরও পড়ুন:
নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপির ডিসি অপারেশন মোল্লা আজাদ হোসেন।
তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বৈধ পাসধারী ছাড়া কোনো বহিরাগতকে প্রবেশ করতে দেয়া হবে না।’