আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিকে বৃষ্টি উপেক্ষা করে ক্লাস-পরীক্ষার ফাঁকে ১১তম দিনের প্রচারণা চালিয়েছে জাকসু নির্বাচনের প্রার্থীরা।
সকাল থেকেই যাত্রী ছাউনি, হল ও একাডেমিক প্রাঙ্গনে দেখা যায় প্রার্থীদের প্রচার-প্রচারণা। সেশনজট নিরসন, সমন্বিত পরিবহন ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তারা।
আরও পড়ুন:
একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রার্থীরা বলেন, প্রশাসন নিজেদের কার্যকারিতা হারিয়েছে।
যদিও জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। সবকিছু পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।