আরও পড়ুন:
উপাচার্য বলেন, ‘প্রশ্ন এসেছে বলেই একটি কেন্দ্র থেকে আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি।’ তিনি বলেন, ‘নির্বাচনে কারো ন্যূনতম ত্রুটি ধরা পড়লে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এছাড়া ব্যালটে আগে থেকেই দাগ দেয়া ছিল শিক্ষার্থীর এমন অভিযোগের বিষয়ে উপাচার্য বলেন, ‘ভোটার ভোটকক্ষ থেকে বেরিয়ে আসার পরেই বললেন যে, ‘একটি ব্যালটে আগে থেকেই দাগ দেয়া ছিল। যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি সেখানে তার ব্যালট বদলে দেয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’ -বিবিসি