ফল ঘোষণা নিয়ে থমথমে ঢাবি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাবিতে থমথমে পরিস্থিতি
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রকাশ ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। প্রথমে হল সংসদ ও পরে কেন্দ্রীয় ছাত্রসংসদের ফল প্রকাশ করা হবে।

আজ সারাদিন বিচ্ছিন্ন কিছু ঘটনা, অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়।

আজ সকাল ৮টা থেকে আটটি কেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় নির্ধারিত সময় বিকেল ৪টায়। তবে ৪টার পরও যারা লাইনে ছিলেন তাদের ভোটগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। ভোট গ্রহণ শেষে গণনা চলছে। গণনা প্রক্রিয়া কেন্দ্রের বাইরে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশ অর্থাৎ দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এএইচ