আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের করিডোরে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অল্প সময়ের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকের ভাষ্যমতে কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
আজ দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি পাবনার জিলে পাড়ায় নিয়ে যাওয়া হয় তাকে। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টরসহ অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী।
তার আত্মীয়-স্বজন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা বলছেন, একটি প্রিয় মুখ চিরতরে হারিয়ে গেলো। তবে স্মৃতিতে, শ্রদ্ধায়, ভালোবাসায় তিনি বেঁচে থাকবেন চিরকাল।